চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বরকল কানাইমাদারী বড়ুয়ার পাড়া গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) সকালে গৃহবধূ অনন্যা বড়ুয়া (২৩) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।চট্টগ্রাম চন্দনাইশ বরকল কানাইমাদারী বড়ুয়া পাড়ার সুকুমার বড়ুয়ার দ্বিতীয় ছেলে রাসেল বড়ুয়া (৩৫) এর স্ত্রী অনন্যা বড়ুয়ার লাশ রান্না ঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবী অনন্যা পারিবারিক কলহের জের ধরে ঘরের বীমের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া তার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন। খবর পেয়ে চন্দনাইশ থানার এসআই মো. ইখতিয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশটি থানায় নিয়ে আসলে অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া বাদী হয়ে চন্দনাইশ থানায় স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন ওসি (তদন্ত) যুযুৎস যস চাকমা। তিনি বলেন সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল তৈরি করেন। পরবর্তীতে বিপ্লব বড়ুয়ার অভিযোগ গ্রহণ পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।




উল্লেখ্য যে, চন্দনাইশ কানাইমাদারী বড়ুয়া পাড়ার সুকুমার বড়ুয়া দ্বিতীয় ছেলে রাসেল বড়ুয়ার সাথে পটিয়া কোলাগাঁও এলাকার বিপ্লব বড়ুয়ার মেয়ে অনন্যা বড়ুয়ার সহিত ২০১৭ সালের জুন মাসে বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছরের ছেলে তাতন বড়ুয়া বর্তমানে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে বলে জানা যায়। রাসেল বড়ুয়া নগরীতে একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করে। তার শাশুড়ি বাড়িতে থাকেন। তার স্বামী সকালে চাকুরিতে চলে গেলে রাতে আসে। উভয়ের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় সময় ঝগড়া বিবাধ হয় বলে স্থানীয়রা জানান। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা পুলিশী তদন্তে বেরিয়ে আসবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024