নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম, সকল ইউনিট, কর্ণার পরিদর্শন, গণমুখী স্বাস্থ্য সেবাদান ও পুষ্টি সচেতনতা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন ইউনিসেফের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

আজ রবিবার (২৮শে জানুয়ারী) সকালে মডেল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন—ইউনাইটেড ন্যাশনস ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ইমারজেন্সি ফান্ডের (ইউনিসেফ) চীফ নিউট্রিশন কর্মকর্তা দীপিকা মেহরিশ শর্মা।


এসময় উপস্থিত ছিলেন—ইউনিসেফের বিভাগীয় সমন্বয়কারী শহিদুল ইসলাম, নীলফামারীর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাহিদা তাসনিম হিমি, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে ৫০ শয্যা বিশিষ্ট ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম, সকল কর্ণার ও ইউনিট, তৃণমূল পর্যায়ে বর্তমান সরকারের গণমুখী স্বাস্থ্য সেবাদান ও পুষ্টি সচেতনতা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণে উপজেলার মৌজাপাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024