"আত্মমর্যাদার পরিবেশ কুষ্ঠ কলঙ্কের হবে শেষ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।


 রবিবার ২৮ জানুয়ারী দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে কুষ্ঠ রোগীদের সচেতন করতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর এ মুর্শেদ,ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান,মেডিকেল অফিসার আ ন ম গোলাম মোহাইমেন, পাবলিক হেলথ নার্স প্রোগ্রাম অর্গানাইজার ডিএসএমও সহ সাংবাদিক বৃন্দ।


আলোচনা সভায় সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মুর্শেদ জানান, ১৯৮১ সাল থেকে কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ২৬৪ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছে। ২০২৩ সালে সনাক্ত করা হয়েছে ২৬জন। এসময় কুষ্ঠরোগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সন্দেহজনক কুষ্ঠ রোগীকে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সমূহে রেফার করার পরামর্শ প্রদান করা হয়।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024