|
Date: 2024-01-28 13:52:10 |
শ্যামনগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “ আত্নমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার(২৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ^ কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্তরে র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ তরিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জিল্লুর রহমান, স্যানিটারী পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার প্রমুখ। বক্তারা বলেন বর্তমান সরকার এটি অগ্রাধিকার প্রদান করে অনেক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী দেশকে কুষ্ঠ মুক্ত করার ঘোষণা দিয়েছে।
ছবি- শ্যামনগরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালী।
© Deshchitro 2024