এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার সন্তান কবি বেলাল উদ্দীনের একক কাব্যগ্রন্থ ‘কবিতার স্মারকলিপি’। যা বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরের বৃত্তকলা একাডেমির ৩০ ও ৩১নং স্টলে পাওয়া যাবে।


‘কবিতার স্মারকলিপি’ গ্রন্থটিতে বিভিন্ন ক্যাটাগরির কবিতা ও ছড়ার সম্মিলন করা হয়েছে। যা বর্তমান সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের সাথে সংযুক্ত রয়েছে। ১৯৬৩ সালের ২১শে ডিসেম্বর নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি গ্রামে জন্মগ্রহণ করেন কবি বেলাল উদ্দীন। তিনি মৃত বন্দে আলীর পঞ্চম সন্তান। পেশায় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ছিলেন তিনি। তার উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার থেকে গল্প, উপন্যাস, কবিতা সহ বিভিন্ন শিক্ষামূলক গ্রন্থ পড়ার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন তিনি।


কবিতার স্মারকলিপি কাব্যগ্রন্থ ছাড়াও এর আগে ‘বঙ্গ জাতির বঙ্গ পিতা’, ‘বাংলা ও বাঙালি’ এবং ‘রূপসী পল্লী’ নামে আরও তিনটি যৌথ কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছিল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024