মেয়ে

তোমার লম্বা ঘণ চুল

আমার হলদে কিছু ফুল;

বিছিয়ে দিলে উঠান মাঝে

গেঁথে যাবে চুলের ভাঁজে ।

মেয়ে

তোমার উদাস লাগা রোজ

আমার কবিতার সুরের খোঁজ।

ছন্দের ভেসে যাওয়া ছায়া

আর আমার কালো সুরের মায়া।

মেয়ে

তোমার মন খারাপের সন্ধ্যা বেলা

আমার বকুল ফুলের গাঁথা মালা,

সন্ধ্যার হাওয়ায় শুকনো বকুল

ফিরবে তুমি হবে আকুল।

মেয়ে

তোমার কোমল কণ্ঠের সরু গলা

আমার খুচরো দামের ঝিনুক মালা।

বুকের ভিতর জমে থাকা

দুঃখ সব হোক ঝিনুকে আঁকা।

মেয়ে

আমার একলা একটা খন্ড বেলা

যেন লক্ষ দিনের আধার মেলা।

তোমার ঠোঁটের হাসির ঢেউ

হারাই আমি,খুঁজে না পাক কেউ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024