আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
২৮ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়(চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) ড.আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবারো তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্যা প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপ-সচিব মর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩০০০-৬৯৮৫০ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ৬৯৮৫০ টাকা( নির্ধারিত) বেতন যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি পদে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সদয় সন্তুষ্ঠি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে আবারো নিয়োগের খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লোহাগাড়া-সাতকানিয়ার রাজনৈতিক নেতাকর্মীরা অভিনন্দন বার্তাও জানান। এবার ২য় মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023