নীলফামারীর ডোমার উপজেলায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উধাও হয়ে যায় আবু সাঈদ (১৫) নামের এক কিশোর। গত দুদিন যাবৎ কোনো সন্ধান মেলেনি তার।

জানা যায়, গত শনিবার (২৭শে জানুয়ারী) সকাল ৬টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার মধ্যপথ থেকে আবু সাঈদের আর কোনো দেখা পাওয়া যায়নি।

নিখোঁজ আবু সাঈদ (১৫) নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চান্দখানা গ্রামের মোজাহারের একমাত্র পুত্র। সে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহারের একটি মাদ্রাসার হেফজখানার ছাত্র।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024