|
Date: 2022-10-16 16:04:39 |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি কর্মসূচি নিয়ে ঘোষণা দিয়েছে আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় মহাসমাবেশ। সেই সমাবেশ সফল করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া ঈদ গাঁহ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফা।বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদুল হক শাহিন শিকদার ও সাবেক শ্রমিক নেতা ও আবুল কালাম বাচ্চু প্রমুখ।
© Deshchitro 2024