“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা-২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
২৯ জানুয়ারি (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান এর সভাপতিত্বে সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম কক্ষে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, প্রভাষক মোতাহার হোসেন, আসাদুজ্জামান নুর, হারুন প্রমুখ।
উল্লেখ্য, মেলায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024