|
Date: 2024-01-29 13:56:39 |
বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে অটোরিকশায় তুলে পালানোর সময় তিন চোরকে আটক করেছে জনতা। গত সোমবার (২৯জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টায় আদমদীঘি উপজেলার সদরে তেতুলিয়া মন্ডলপাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের গোয়াল ঘরের দরজার তালা কেটে ছাগল চুরি করে ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে পালিয়ে যাচ্ছিলো চোরচক্র। এসময় শহিদুল ও তার প্রতিবেশিরা বিষয়টি টের পেলে তেঁতুলিয়া গ্রামের তিন মাথা মোড়ে জনৈক আনসার আলীর বাড়ীর সামনে ধাওয়া করলে তারা অটোরিকশা থেকে নেমে দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে তিন চোরকে আটক করা হয়। আটক চোরচক্রের সদস্যরা হলো আদমদীঘি উপজেলার তেতুঁলিয়া দক্ষিনপাড়ার ফেরদৌস প্রামানিকের ছেলে আনিছুর রহমান (৩২), একই গ্রামের কাজেম উদ্দিনের ছেলে শ্যামল প্রামানিক (৩৮) ও উথরাইল গ্রামের মাহাতাব আলীর ছেলে আব্দুল মমিন খন্দকার (৪২)। পরে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় সংবাদ দিলে পুলিশ তাদের গ্রেফতার করেন এবং চুরি যাওয়া ছাগল ও অটোরিকশা হেফাজতে নেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024