|
Date: 2024-01-29 14:02:00 |
জামালপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে৷ ২৯ শে জানুয়ারী (সোমবার) বেলা ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ( বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এ সময় এসিল্যান্ড আমেনা খাতুন,মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক,কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল,একাডেমিক সুপারভাইজার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন৷ পরে বিজ্ঞান মেলার ১৫ টি স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দরা৷
© Deshchitro 2024