|
Date: 2024-01-29 15:45:07 |
নীলফামারীর ডোমারে ‘মডার্ণ ম্যাথড টিচিং সেন্টার’ এর এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯শে জানুয়ারী) বিকালে পৌর শহরের ছোটরাউতা সাহাপাড়া এলাকায় মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু।
অনুষ্ঠানে নাছিরুল রেজা সরকার লিচুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের প্রধান ওম প্রকাশ বর্মন প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ।
পরে, কোর্সের চূড়ান্ত ধাপের পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার এবং সকল পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
© Deshchitro 2024