|
Date: 2024-01-29 15:53:04 |
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
২৯ জানুয়ারি, সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।
বিবরণীতে বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮১ শতাংশ। এ সময় ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৯২ জন।
© Deshchitro 2024