|
Date: 2024-01-29 17:21:14 |
নেত্রকোণা জেলার কলমাকান্দায় জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসন ও কৃষকদের সাথে মত বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) বেসরকারী সংস্থা বারসিক এর উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমে প্রশাসন ও কৃষকদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্নকর্তা সিদ্দিকুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও সমকালের কলমাকান্দা প্রতিনিধি শেখ শামীম প্রমুখ।
সভায় উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুড়া, খারনৈ, চন্দ্র ডিঙ্গা এলাকার কৃষক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এসময় প্রতিনিধিরা নিজ নিজ এলাকার কৃষি জমি,পানি, যোগাযোগ ব্যবস্থা ও বালি সমস্যার বিষয গুলো তুলে ধরেন।
সঞ্চালনায় ছিলেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা।
© Deshchitro 2024