পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদস্থ কনফারেন্স রুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ ত্বনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ সহ গণমাধ্যম কর্মীরা।

প্রস্তুতিমূলক সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ০৫ ফেব্রুয়ারি একদিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024