|
Date: 2024-01-30 07:50:39 |
টেকনাফে বিজিবি জওয়ানেরা মির্জার জোড়া পয়েন্টে অভিযান চালিয়ে মাদক কারবারী সিন্ডিকেট সদস্যের ফেলে যাওয়া ২.১০৮ কেজি আইসের চালান জব্দ করেছে।
সুত্র জানায়,২৯জানুয়ারি ভোররাত ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন টেকনাফ বিওপির বিআরএম-৭ হতে প্রায় ৪শ গজ দক্ষিণে মির্জার জোড়া এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের বড় চালান বাংলাদেশে আসার গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল গিয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে গিয়ে তল্লাশী চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ২.১০৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় অভিযান করে কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###
© Deshchitro 2024