যশোরের অভয়নগের দিঘীরপাড় যুব একতা মানব কল্যাণ সংঘ ও খানজাহান আলী জামে মসজিদের যৌথ উদ্যোগে আবরারুল হক আসিফের  তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত।  

মাওঃ শাহ্ আলম কালামের সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি)  বাদ আছর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়, উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন যুবকদের আইডল বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত উদীয়মান তরুন বক্তা হাফেজ মাওঃ আবরারুল হক আসিফ রাজশাহী।

সাজিয়ে গুছিয়ে সাবলীল ভাষায় ওয়াজ মাহফিলে আলোচনা করেন ইসলামি বক্তা আবরারুল হক আসিফ। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলায় অনেকের কাছেই তিনি জনপ্রিয়। তার আলোচনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভাইরাল এই ব্যক্তির আগমনকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে যুবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুরু থেকেই যুবকদের ব্যাপক আনাগোনা দেখা যায় গভীর রাত পর্যন্ত তাকে একনজর দেখার জন্য এবং সেলফি তোলার জন্য যুবকরা ঝাঁপিয়ে পড়ে মাহফিল স্টেজে এবং আগমনের মুহূর্তে যুবকদের আবেগ পুলত  হতে দেখা যায়।


দেড় ঘন্টার আলোচনায় বেশিরভাগই যুবকদেরকে উদ্দেশ্য করে ইংরেজি মিশ্রিত বক্তব্য রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঐই বক্তা, তার বক্তব্য  শুনে উপস্থিত জনতা ব্যাকুল হয়ে যায়।মাহফিলের পুরো সময়টা জুড়ে ছিল যুবকদের প্রানবন্ত উল্লাস। নামাজের গুরুত্ব জাহান্নামের ভয়, নারীদের পর্দা বিষয়ে বক্তব্য রাখেন এছাড়া সারমর্ম তুলে ধরে প্রশ্নোত্তরে হাফেজ ইয়াসিন আরাফাত কে ১০০০ টাকা পুরস্কার তুলে দেন সঠিক উত্তর দেয়ার জন্য। মাহফিলে আরো বক্তব্য রাখেন বিশেষ আলোচক: মুফতি আব্দুস সামাদ কাসেমী নাভারণ, যশোর। বিশেষ আলোচক: মুফতি আবু মুছা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অভয়নগর   উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান আকতারুজ্জামান (তারু)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,আলহাজ্ব ফজলুল হক মৃধা,ইউপি সদস্য, ফারুক গাজী,সাবেক ইউপি সদস্য রোস্তম আলী, আব্দুল ওহাব আকুঞ্জী, জাহিদুল ইসলাম কল্লোলসহ স্থানীয় আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে বিশেষ আকর্ষন হিসেবে  ইসলামী সংগীত পরিবেশন করবেন অভয়নগরের কৃতি সন্তান ইসলামী সংগীত শিল্পী ইয়াছিন আরাফাত। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024