|
Date: 2024-01-30 12:12:56 |
‘অবৈধ ডামি সংসদ’ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ মঙ্গলবার (৩০শে জানুয়ারী) বিকালে উপজেলা শহরের ডিবি রোডের বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি কালো পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় রুবেল চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমুখ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মীকে কারাগারে রেখে অবৈধ আওয়ামী লীগ সরকার গত ৭ই জানুয়ারী একটি ডামি নির্বাচন করেছে। যেখানে ভোটার বিহীন একটি হাস্যকর নির্বাচন দেখেছে জনগণ। এই নির্বাচন দেশের অধিকাংশ জনগণ প্রত্যাখ্যান করেছে। জোরপূর্বক ভাবে আওয়ামী লীগ সরকারে আসীন হয়েছে। এই সংসদের বাতিল দাবি করেন বিএনপি নেতারা।
© Deshchitro 2024