কুড়িগ্রামের উলিপুর তবকপুর এলাকায় বসতবাড়ি হতে চুরি হওয়া অটো মিশুক গাড়ি মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে মিশুক উদ্ধারসহ চুরি ও মাদকসহ পূর্বের ১২ মামলার আসামি কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশের একটি টিম।
গত ২৮ জানুয়ারি রাতে উলিপুর তবকপুর এলাকার এরশাদুল হকের বসত বাড়ি থেকে ১টি অটো মিশুক গাড়ি চুরি হয়। এ ব্যাপারে উলিপুর থানায় মামলা দায়ের করা হয়। উলিপুর থানা পুলিশের একটি টিম
৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে চোরাই চক্রের মূল হোতা ১২ মামলার আসামি শরিফুল ইসলাম কে গ্রেফতার ও তার কাছ অটো মিশুক গাড়িটি উদ্ধার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে উলিপুর ও চিলমারী থানায় পূর্বের ১২ টি চুরি ও মাদক মামলা রয়েছে।#