যদি কেউ আপনারে ভালোবাসে,তাকে কিভাবে যত্ন করা যায়,তার এই  অনুভূতি কিভাবে রক্ষা করা যায় এই চিন্তা করতে পারেন!

বয়স বাড়তে থাকলেই বুঝবেন

ভালোবাসা কত দুর্লভ!  

বুঝবেন,কেউই আসলে,কাউকে ভালোবাসতেছেনা!

বুঝবেন,

ঘরে ঘরে সব আছে,মানুষ আছে, সংসার আছে,কাপ প্লেট,ঝোলানো ছবি আছে,সোশাল সাইটে কপি পেস্ট  ক্যাপশন আছে,  

বাচ্চা কাচ্চা আছে,

যৌনতা আছে,

কেবল ভালোবাসাটা নাই!

নাই সকল নিয়ে জড়ায়া ধরা!

নাই সব সত্য নিয়ে মুখোমুখি হবার সাহস!

নাই হৃদয় জুড়ে জমে উঠা স্বচ্ছ অনুভুতি!  

নরম চুম্বন! 

দেখবেন কত লুকানো জীবন মানুষের!কত সহস্র মাইল দুরত্ব দুটো মনের!  

এই দুর্বোধ্য সময়ে,এই অস্থিরতার যুগে,এই অতি শরীর চাঞ্চল্য সময়ে কেউ যদি আপনাকে ভালোবাসে,  

তা নিজের পরম পাওয়া বলে ভাবেন দয়া করে!

কারো কথা শুনে (সে যেই হোক)  

 নানা জাগতিক হিসাব কষে  

সে ভালোবাসাটাকে জটিল করতে যায়েন না!

লেখক : প্রণব মন্ডল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024