নীলফামারীর ডোমারে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করেছে ৪ দল।

আজ মঙ্গলবার (৩০শে জানুয়ারী) সন্ধ্যায় ডোমার পৌর শহরের চিকনমাটি সওদাগরপাড়া এলাকায় এসবিসি মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হয়।

এতে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো—ডোমার পৌরসভা ব্যাডমিন্টন ক্লাব, ঠাকুরগাঁও নেকমরদ, সওদাগরপাড়া ব্যাডমিন্টন ক্লাব (এসবিসি) ও সৈয়দপুর ব্যাডমিন্টন ক্লাব।

এহছানুল হক জয়ের ধারাভাষ্যে ম্যাচগুলোর রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন—মোঃ আশিক ইসলাম ও মোঃ বাঁধন ইসলাম।

উল্লেখ্য, আগামী ১লা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024