|
Date: 2024-01-31 05:13:46 |
কুমিল্লার চান্দিনায় ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে চান্দিনা উপজেলার জিরুআইশ এলাকায় স্থাপিত মেসার্স মমতাজ ব্রিকস ও মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় মেসার্স হাজী ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ ধারা লংঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ জরিমানা আদায় করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবের মো. সোয়াইব।
এ সময় চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা অনয় কুমার ঘোস, চান্দিনা থানার এস আই মো. মঞ্জুর হোসেন সহ পুলিশ ফোর্সের সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে চান্দিনা উপজেলায় ইটভাটা পরিচালনার অভিযোগে দুই ইটভাটাকে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুই ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
© Deshchitro 2024