|
Date: 2024-01-31 08:37:50 |
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি, ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। আগামী ১ ফেব্রুয়ারি প্রতিযোগিতার চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি বিভাগ অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ আল হেলাল, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
© Deshchitro 2024