মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)  : চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়াতে অবৈধভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস বিক্রির কারণে বাবুল কান্তি নাথ নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

৩০ জানুয়ারী মঙ্গলবার রাত্রে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান


ইউ এন ও এর বক্তব্যমতে,  নির্দেশনা অমান্য করে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়

অভিযান পরিচালনাকালে বে-আইনিভাবে কাভার্ডভ্যান হতে সিএনজিচালিত অটোরিকশায় অতিঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রয়কালে বাবুল কান্তি নাথ নামের একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।  কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং তা পুলিশের  হেফাজতে আছে। 

ইউএনও মো. ইনামুল হাসান আরও বলেনএর আগে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তা অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে গ্যাস বিক্রি করা হচ্ছিল

অভিযান পরিচালনে লোহাগাড়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন সহযোগিতা করেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024