ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব’র এবারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বিশেষ এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদন করতে ইতিমধ্যেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।




শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত এ সংগঠনটির নেতারা জানান, আগামী ২রা ফেব্রুয়ারি থেকে বনভোজনের টিকিট বিক্রির রেজিস্ট্রেশন শুরু হবে। প্রতিবছরের ন্যায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনগণ নির্ধারিত ফি দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবে। তাই এবারের বার্ষিক বনভোজনে ৩-৪ শত লোকের অংশগ্রহণের আশা করছেন আয়োজক কমিটির সদস্যরা। ঢাকার অদূরে সাভারের ইডেন গার্ডেন রিসোর্টে বনভোজন স্পট নির্ধারণ করা হয়েছে। প্রতিজনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সিনিয়র ১০০০ শিক্ষার্থী ৫০০ ও শিশু ৫০০ টাকা। আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন ও অন্যান্য সকল তথ্যের জন্য এই (০১৯২১৩৭২০৮৫) নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


বনভোজনে ডেলিগেটদের আনন্দ দ্বিগুণ করতে লাইভ মিউজিক, রাফেল ড্র, সুইমিং ও খেলাধুলা সহ নানা আয়োজন করেছে সগঠনটি। 


এ ব্যাপারে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাজু হাওলাদার বলেন, ‘প্রতি বছরের চেয়ে এবার আমরা বড় আকারে বার্ষিক বনভোজনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে দিনক্ষণ, সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। আমাদের সংগঠনের সদস্যরা কঠোর পরিশ্রম করছেন বার্ষিক বনভোজন বাস্তবায়ন করতে। এ বছর উপজেলার সর্বস্তরের মানুষ বনভোজনের অংশগ্রহণ করতে পারবে। তাই আশা করি অন্যান্য বারের মতো এবারের বনভোজনও সবার কাছে উপভোগ্য ও দীর্ঘদিন পর মির্জাগঞ্জ বাসীর মিলনমেলায় পরিনত হবে। আর আমরা সবাই মিলে সুষ্ঠুভাবে বনভোজনের সব কার্যক্রম সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024