দুর্গাপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স।

এসময়, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024