ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এঘটনায় অন্তত ১০ জন আহত। বুধবার(৩১ জানুয়ারী) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের রতনাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বগুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর চেয়ারম্যান শিমুলের রতনাট গ্রামের কয়েকজন কর্মী সামাজিক দল পরিবর্তন করে  পরাজিত স্বতন্ত্র ট্রাক মার্কার সমর্থক নজরুল ইসলামের সামাজিক দলে যোগদান করে। এ ঘটনার জের ধরে সকালে রতনাট গ্রামে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম জানান,  রতনাট  গ্রামে দু‘পক্ষের সংঘর্ষে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024