সিলেটে এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মোটরসাইকেল আরোহী মো. মেহদি আফনান (৩২) তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024