|
Date: 2024-02-01 04:20:01 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র পেলেন নীলফামারীর ডোমার উপজেলার একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা বীর মাতারা।
আজ বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার হলরুমে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ কর্তৃক প্রেরিত প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্রগুলো বীরাঙ্গনাদের মাঝে হস্তান্তর করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান।
এসময় ডোমার উপজেলার বীরাঙ্গনাবৃন্দ সহ তাদের স্বজন ও স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বীরাঙ্গনারা তাদের ন্যায্য সাংবিধানিক স্বীকৃতি ও গেজেট ভুক্ত করার দাবি জানান। এছাড়া শীতবস্ত্র বিতরণের সাথে জড়িত সকলের মঙ্গল কামনা করেন।
© Deshchitro 2024