|
Date: 2024-02-01 10:05:23 |
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসেনর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন-(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর ৫টায় ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। আবুল হাশেম খানের মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাশেম তানজি এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ অবস্থাতে ও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ আবু জাহেরের কাছে পরাজিত হন।২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও আসনটির এমপি এডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ব্যক্তিগত জীবনে তার চার মেয়ে। সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০.৩০মিনিট কুমিল্লা আদালত। বাদ জোহর, বি-পাড়া খেলার মাঠ,বাদ আছর বুড়িচং আনন্দ পাইলট মাঠ, বাদ মাগরীব নিজ বাড়ি।
© Deshchitro 2024