চকরিয়ার পৌরসভা সাওদাগর পাড়ায় পুকুরে জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে তৌহিদুল ইসলাম(২৩)নামে এক কলেজে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


বুধবার ৩১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে পৌরসভা ২নং ওয়ার্ড সাওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত তৌহিদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে- তাদের নিজেদের ঘরের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে নামে তৌহিদ।পুকুরের পাশে বসানো সেচ পাম্পের ছিঁড়া তারের একটি অংশ পুকুরের পানিতে ছিল।সে পুকুরে নামার সাথে সাথে বিদ্যুতায়িত হয়।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স এ নিয়ে আসেন।জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবক চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।



চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানায় ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।নিহতের লাশের সুরুতহাল রির্পোট তৈরি করা হয়েছে।আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024