পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথকভাবে অভিযান চালিয়ে মোসা. রুজি বেগম (৫৫) ও নুরে আলম (২০) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দুজন সম্পর্কে মা-ছেলে এবং একটি পেশাদার চোর চক্রের সদস্য বলে দাবি পুলিশের।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


আটককৃতরা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও ছেলে। 



পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সুবিদখালী সোনালী ব্যাংক থেকে মাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওইদিন রাতেই নিজ বাড়ি থেকে ছেলেকে আটক করা হয়। এরা সুবিদখালী বাজারের ব্যাংক ও আশপাশ এলাকা থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিত। ভুক্তভোগীদের অভিযোগের পর ওসির নির্দেশক্রমে এসআই ইব্রাহিম ও জহির সফলভাবে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।  



মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024