মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৪নং ওয়ার্ডে ৩ ফেব্রুয়ারী ( শুক্রবার) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল এর উপস্থিতিতে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অনামিকা আজম ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, ব্যবসায়ী মিঠু, মোরশেদ আলম, ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।

চাটখিলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলী আজম এর কন্যা অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান, লন্ডন প্রবাসী আইনজীবী অনামিকা আজম এর পৃষ্ঠপোষকতায় নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি জেলায় মানবতার দৃষ্টিন্ত স্থাপন করে যাচ্ছেন। আগামীতেও এ দ্বারা অব্যাহত রাখার সকলের সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024