ঝালকাঠির নল‌ছি‌টি‌তে পালিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কেককাটা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সা‌রে ১০ টায় নল‌ছি‌টি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজে সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আঃ ওহা‌য়েদ খান। 
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের নল‌ছি‌টি উপজেলা প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনা‌য়েত ক‌রিম। বিশেষ অতিথি ছিলেন নল‌ছি‌টি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, নলছিটি পৌরসভার সা‌বেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোঃ ফারুক হো‌সেন, ওয়ার্ড কাউ‌ন্সিলর বীর মু‌ক্তি‌যোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল,
ইউ‌পি চেয়ারম‌্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নল‌ছি‌টি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জ‌লিলুর রহমান আকন্দ, আরও উপস্থিত ছিলেন ডা. ইউসুফ আলী তালুকদার, সাংবাদিক শাহাদাত হো‌সেন মনু, শ‌রিফুল ইসলাম পলাশ, সাইফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ই‌লেকট্রনিক্স মি‌ডিয়ার গনমাধ‌্যম কর্মী, ‌শিক্ষক ও সুধীজন।

প্রেসক্লা‌বের যুগ্ন সাধারণ সম্পাদক মিলন কা‌ন্তি দা‌সের সঞ্চালনায় গুনগত মান এবং প‌ত্রিকা‌টির সমৃ‌দ্ধি ও সফলতা কামনা ক‌রে বক্তরা ব‌লেন যুগান্তর ইতিম‌ধ্যে সারা‌দে‌শের পাঠ‌কের মনে জায়গা ক‌রে নি‌য়ে‌ছে।

দেশ, জা‌তি এবং সাধারণ মানু‌ষের কল‌্যা‌ণে প‌ত্রিকা‌টি অগ্রণী ভূ‌মিকা রে‌খে‌ছে। ভ‌বিষ‌্যতে এই ধারাবা‌হিকতা বজায় রাখ‌বে যুগান্তর। এমনটাই প্রত‌্যাশা কর‌ছে যুগান্ত‌রের স্বজন সমা‌বেশ ও আগত অ‌তিথিরা ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024