টেকনাফে বিএনপি নেতা সিদ্দিকের হাত কাটা মামলার পলাতক আসামী নুরুল হক (৩৮) কে আটক করেছে পুলিশ। সে উক্ত মামলার (টেকনাফ থানার মামলা নং ৬৮/২০২২) নাম্বার আসামী বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার টিএন্ডটি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল হক সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওসমান গণি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে আসামী নুরুল হক কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন হয়েছে।



তার নামে টেকনাফ সহ দেশের বিভিন্ন থানায় মাদক সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।



মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ নভেম্বর প্রকাশ্যে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এনামুল হকের নেতৃত্বে বিএনপি নেতা সিদ্দিকের দুই হাত কর্তন করে সন্ত্রাসীরা।


ঘটনার পর দিন সিদ্দিকের ছেলে রাশেদুল আলম বাদী হয়ে এনামুল হককে প্রধান আসামী করে গ্রেফতার নুরুল হক সহ ১১ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন ।


এই মামলার দুই, তিন ও চার নাম্বার আসামী তিন সহোদর শাহাবউদ্দিন শাফু, নুরুল হক ও চান মিয়া বর্তমানে কারাগারে রয়েছে। তবে মামলার প্রধান আসামী এনামুল হক পলাতক রয়েছে।


এছাড়া এই মামলার ৫ নং আসামী শামসুল হক গ্রেফতার হয়ে জামিনের পর পলাতক হয়ে যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024