|
Date: 2024-02-02 13:22:22 |
ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা (রুইথা) গ্রাম থেকে ১৫ পুড়িয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনেয়ারা বেগম পুতুল (৫৩) ও মো. খোকন খান (৩০) নামে ২ জনকে আটক করে থানা পুলিশ। পরে দোহার থানায় নিয়মিত মামলা দিয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত হোসনেয়ারা বেগম দোহার উপজেলার সাতভিটা (রুইথা) গ্রামের মৃত ইউসুফ খানের স্ত্রী এবং মো. খোকন খান একই গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দোহার থানা পুলিশ।
© Deshchitro 2024