|
Date: 2024-02-02 16:22:51 |
দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক আমার ফেনীর দাগনভূঞা প্রতিনিধি এমএম রহমান সোহেলের পিতা মরহুম আবু তাহের মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
২রা ফেব্রুয়ারী শুক্রবার বাদ আছর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে মরহুম আবু তাহের মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মোহনা টিভির সাবেক ডেস্ক ইনচার্জ এডভোকেট শহিদুল আলম ইমরান, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের পন্ডিত, নুরুল আলম খাঁন, সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, নির্বাহী সদস্য বজলুর রহিম সুমন, কাজী ইফতেখারুল আলম,বন্ধুর বন্ধন দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম রসুল মেনন, মরহুমের বড় ছেলে মিজানুর রহমান মিন্টু ও ছোট ছেলে এমএম রহমান সোহেল প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন, মাওলানা আব্দুল আউয়াল।
মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল লাইফের কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন আজাদ, যুগ্ন সম্পাদক মো. নাজমুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম বাদল, আপ্যায়ণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস, ও দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
© Deshchitro 2024