ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস এর সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

ইউসেক কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মোঃ হাসান ইমাম গত ৩১ জানুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। 

নির্বাচনী তফসিলে বলা হয়েছে ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন এবং বিকাল ৩ টায় প্রতিক বরাদ্দ করা হবে এছাড়া ৪ ফেব্রুয়ারি থেকে আগামী  ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা অনলাইনে নির্বাচনী প্রচারণা করতে পারবেন। এছাড়াও নির্বাচনী বিভিন্ন প্রকার বিধিমালা ঘোষণা করা হয়েছে। 

ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা ইউসেক নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন। এতে করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গিয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024