একটি মানবিক সাহায্যের আবেদন। 


ছবির এই ছেলেটির নাম মিঠু। বয়স মাত্র ৩০ বছর।এক সন্তানের জনক। ছেলেটি দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে।স্ত্রী সন্তান ও বাবা মা নিয়ে তার ছিল একটি সুখী পরিবার।


বর্তমানে মিঠুর দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচাতে যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।কিডনি প্রতিস্থাপনের বিপুল ব্যয় বহন তার পরিবারের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। ছোট্ট একটি দোকান ছিল মিঠুর। অসুস্থার জন্য বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই দোকান। তবে কি অর্থাভাবে অকালেই ঝরে যাবে এই তরতাজা তরুণের প্রাণ?


মানুষ মানুষের জন্য। আর এটাই মানবিকতা। আমাদের মানবিক মন ও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যেতে পারে মিঠুর প্রাণ। আমরা সবাই তো প্রতিদিন কমবেশি পকেট খরচ করে থাকি। সেখান থেকে কিছু টাকা এই তরুণের চিকিৎসার জন্য দিলে, সবাই মিলে একটু চেষ্টা করলে হয়তো বেঁচে যাবে একটি জীবন। হাসি আনন্দে আবারো ভরে উঠবে একটি পরিবার।


আসুন সবাই মিলে একটা প্রান বাঁচানোর চেষ্টা করি। আপনার একদিনের পকেট খরচের টাকা হতে পারে কারো বেঁচে থাকার কারন! 


যোগাযোগ ও সহযোগিতার জন্য: 

01746675761 (বিকাশ পার্সোনাল, আজাহার)

01845-994618 (নগদ পারসোনাল, মিঠু)


মোতালেব হোসেন মিঠু।

পিতাঃ মৃত আব্দুস সালাম,মাতাঃ মোছাঃ মনোয়ারা বিবি । গ্রামঃ খামারগ্রাম, 

ডাকঘর: ভটখালি।

উপজেলা: বাগমারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024