|
Date: 2024-02-03 10:41:44 |
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০৩.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী জেলার বাঘা থানাধীন ০৫নং বাউশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামস্থ এলাকায় হতে সিপিসি-২, নাটোর এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-৪৮ গ্রাম, (খ) ইয়াবা ট্যাবলেট- ১৫৯ পিচ, (গ) মোবাইল-০১ টি, (ঘ) সীম কার্ড-০২ টিসহ আসামী ১। শামীম আহম্মেদ (৩২), পিতা-মৃত আক্তার মন্ডল, সাং-আড়পাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত হেরোইন ও ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024