|
Date: 2024-02-03 11:41:26 |
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আত্তাবেন নেছা দাখিল মাদ্রাসা আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে ৩ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১টায় মাদরাসা মাঠে জুলফিকার আলি পলাশ ও আবদুর রহমান এর যৌথ সঞ্চালনায়, মাদরাসার গভর্নিং বডির সভাপতি শহীদ উল্যা আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবুল কালাম আজাদ বাচ্চু, মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী জহীরুল ইসলাম জহির, মাদরাসা প্রতিষ্ঠাতা মরহুম ইব্রাহিম খলিল বাবুল এর সহধর্মিণী যুক্তরাষ্ট্র প্রবাসী খাদিজা বেগম ও প্রবাসী ও সমাজসেবক মোঃ জাবেদ হাদী।
প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার বক্তব্য বলেন, শিক্ষা অর্জনে অভিভাবকদের ভুমিকা অপরিসীম। প্রত্যেক অভিভাবক নিজ নিজ সন্তানের পড়ালেখার দিকে নজর রাখা উচিত, এতে সন্তান সুশিক্ষিার মানষিকতা তৈরি হবে।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
বার্তা প্রেরক
০১৮১৬৬১২৪৯৬
© Deshchitro 2024