|
Date: 2024-02-03 11:45:45 |
জাতির শ্রেষ্ঠ সন্তান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, নীলফামারীর ডোমার উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলীর জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৩রা ফেব্রুয়ারী) বাদ জোহর দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন একরামিয়া জামে মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলীর জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রের পক্ষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে গার্ড অব অনার প্রদান করেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, সাবেক সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।
পরে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২রা ফেব্রুয়ারী) রাত ৮টা ২৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী। তিনি উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ মুক্তির হাট এলাকার মৃত তছির উদ্দিনের পুত্র।
© Deshchitro 2024