বাংলা‌দেশ মানব‌াধিকার ব‌্যু‌রো'র কয়রা উপ‌জেলা ক‌মি‌টির অনু‌মোদন দেয়া হ‌য়ে‌ছে। 


শ‌নিবার (৩ ফেব্রুয়া‌রি) কে‌ন্দ্রিয় ক‌মি‌টির অনু‌মো‌দিত ও খুলনা জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ দিদারুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ‌্য জানা‌নো হয়।


ত‌রিকুল ইসলামকে আহবায়ক ও কামাল হো‌সেনকে সদস‌্য স‌চিব ম‌নো‌নিত ক‌রে সাত সদস‌্য বি‌শিষ্ট‌্য আহবায়ক ক‌মি‌টির অনুমোদন দেয়া হয়। ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন, মোঃ শ‌রিফুল আলম, এড. মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ মোস্তা‌ফিজুর রহমান, মোঃ ত‌রিকুল ইসলাম ও মোছাঃ রা‌জিয়া সুলতানা। 


প‌রে ত‌রিকুল ইসলা‌মের হা‌তে কয়রা উপ‌জেলা ক‌মি‌টির সদস‌্যদের প‌রিচয়পত্র তু‌লে দেন খুলনা জেলা সভাপ‌তি বি‌শিষ্ট‌্য শিল্পপ‌তি আলহাজ্ব আব্দুজ জব্বার মোল্লা ও সাধারণ সম্পাদক সাংবা‌দিক মোঃ দিদারুল আলম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024