|
Date: 2022-10-17 12:09:28 |
◾ বিনোদন ডেস্ক
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় সরকার প্রধান বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।
একুশে পদকজয়ী মাসুম আজিজ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, মাসুম আজিজ বৃহস্পতিবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছর শুরুর দিকে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে বাসা আর হাসপাতালেই কাটছিল তার দিন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মাসুম আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদও।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মাসুম আজিজ দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তার মতো গুণী অভিনেতার মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
© Deshchitro 2024