নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলার মাধ্যমে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরের চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল।

শনিবার (৩রা ফেব্রুয়ারী) রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি সওদাগরপাড়া এলাকার এসবিসি মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

সওদাগরপাড়া ব্যাডমিন্টন ক্লাবের বকুল সওদাগরের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, মেসার্স কাজী পোল্ট্রি খামারের সত্ত্বাধিকারী মোঃ আব্দুস সালাম প্রমুখ।

টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—এসবিসি ডোমার বনাম ঠাকুরগাঁও নেকমরদ। এতে ঠাকুরগাঁও নেকমরদ ২-০ সেটে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে।

অপরদিকে, টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—সৈয়দপুর ব্যাডমিন্টন ক্লাব বনাম ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল। এতে ২-০ সেটের ব্যবধানে জয় পায় ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল।

এছাড়া টুর্নামেন্টের মেগা ফাইনালে অংশগ্রহণ করে—১ম সেমিফাইনাল বিজয়ী ঠাকুরগাঁও নেকমরদ বনাম ২য় সেমিফাইনাল বিজয়ী ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল। শ্বাসরুদ্ধকর ফাইনালে ২-১ সেটের ব্যবধানে জয়লাভ করে চাম্পিয়ন হয় বন্ধন ও ফারুকের ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল।

পরে, চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024