সান্তাহার-বোনারপাড়া রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। আজ রোববার (৪ ফেব্রুয়ারী) সকালে আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশনের কোচকুড়ি এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পড়নে ছিল ফুল প্যান্ট, চেক জ্যাকেট ও হলুদ কালো রংয়ের গেঞ্জি। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিটি রেললাইনের পাশ ঘেঁষে হেঁটে নসরতপুর স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেনটি আদমদীঘির কোচকুড়ি এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তিটি পড়ে গিয়ে নিহত হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, আজ রোববার অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এবং ওই লাশের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024