বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৭ জন রোগীর চিকিৎসা সহায়তা বাবদ ৮ লাখ ৫০হাজার টাকা বিতরণ করা হয়।
সোমবার উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান,



উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৭ জন রোগীর মধ্যে চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সহকারী কমিশনার(ভূমি) দেওয়ান আকরামুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুল মন্ডল সহ উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024