|
Date: 2024-02-04 11:00:21 |
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ কবি ও কথাসাহিত্যিক মনিরুল ইসলাম মুকুলের লেখা ‘সময়ের ইতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন লেখকের মা মোছাঃ ফাতেমা বেগম।
শনিবার (২রা ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন অন্বা, গ্রন্থ আলোচক হিসেবে বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, এবং অতিথি হিসেবে লেখক ও গবেষক জনাব মোঃ আবু বকর সিদ্দীক,সংগঠক ও সমাজসেবক জনাব রওশনুল হক তুষার উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্টানে লেখক বলেন,’আমার বিশ্ববিদ্যালয়ে আমার মাকে দিয়ে আমার বইয়ের মোড়ক উন্মোচন করাতে পেরে সত্যি আমি আনন্দিত! জীবনের আঁকাবাঁকা এই পথে মা ছিলো আমার উৎসাহ আর অনুপ্রেরণার উৎস। যখনই জীবন থমকে গিয়েছে, তখনই আমার মা পাশে ছিলেন।
“সময়ের ইতিকথা” আমার প্রথম উপন্যাস এবং চতুর্থ গ্রন্থ। উপন্যাসটিতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার চরাঞ্চলের সাধারণ মানুষগুলোর দৈনন্দিন জীবনের গল্পগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । জীবন কখনো থমকে যায়, জীবন বয়ে চলে জীবনের গল্পের মতোই। সময়ের ইতিকথাও এর বাইরে নয়।
বইটি প্রকাশ করেছেন রংপুরের আইডিয়া প্রকাশন। প্রচ্ছদ শিল্পী সাকিল মাসুদ। ঢাকার অমর একুশে বইমেলা-২০২৪ এর ৫৭৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।’
লেখকের মা মোছাঃ ফাতেমা বেগম বলেন,”আমার ছেলে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। আমি আমার সন্তানের এই অর্জনে অনেক বেশি আনন্দিত।”
© Deshchitro 2024