|
Date: 2024-02-04 12:02:27 |
সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবকের আত্মহত্যা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে
মোঃ হাসান (২২) নামক যুবকের আত্মহত্যা
৪ ফেব্রুয়ারী রবিবার ভোরে উপজেলার নলতা ইউনিয়নের বিশেলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান ঐ গ্রামের জেলে মোঃ আনাসার আলীর ছোট ছেলে।প্রতিবেশি আরিজুল ইসলাম বলেন, হাসান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বিবাহিত এবং ২ বছর বয়সী একটি মেয়েও আছে তার। হাসানের মেজ ভাই সাজু বলেন, হাসান মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
ভোরে উঠে আমরা একসাথে জাল টানতে যায়। আজ ভোরে তাকে পাচ্ছিলাম না, ডাকাডাকি করে যখন বাগানের দিকে আসি, দেখতে পাই আমার ছোট ভাই হাসান দাদির ওড়না দিয়ে বাঁশ গাছে গলায় ফাঁস দিয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তীতে সঠিক তথ্য জানা যাবে।
© Deshchitro 2024